প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজ’ সেন্টমার্টিন যাবে পতেঙ্গা থেকে
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১

চট্টগ্রামে কর্ণফুলী নদীর পতেঙ্গা থেকে সাগরপথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বিলাসবহুল প্রমোদতরীর যাত্রা শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি। বেসরকারি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে ‘বে ওয়ান ক্রুজ’ নামে এই জাহাজ সাগরে ভাসাচ্ছে।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর পতেঙ্গায় ওয়াটার বাস টার্মিনালে নোঙর করা ‘বে ওয়ান ক্রুজ’ জাহাজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বক্তব্য রাখেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জাপান থেকে জাহাজটি আনা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর এটি পূর্ব চীন সাগর অতিক্রম করে। ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরের পথে রওনা দেয়। আন্দামান ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে এসে পৌঁছে এই প্রমোদতরী। আনুষাঙ্গিক মেরামতের মাধ্যমে জাহাজটিকে নতুন করে বিলাসবহুল রূপ দেওয়া হয়েছে। এরপর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সেটি ভাসানো হচ্ছে সাগরে। এরই মধ্যে পতেঙ্গা থেকে সেন্টমার্টিন রুটে পরীক্ষামূলকভাবে জাহাজটি চালানো হয়েছে।
জাহাজটির দৈর্ঘ্য ৪৫০ ফুট, প্রস্থ ৫৫ ফুট। এটি ঘণ্টায় ২৪ নটিক্যাল মাইল বেগে চলবে। এতে আছে প্রেসিডেন্ট স্যুট, বাংকার বেড কেবিন, টুইন-বেড কেবিন, আরামদায়ক চেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরির আসন। এছাড়া একটি অভিজাত রেস্তোরাঁ, স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন এবং কয়েন পরিচালিত ঝর্ণাও আছে। যাত্রীদের সেবায় এই জাহাজে থাকবেন মোট ১৬৭ জন ক্রু থাকবেন, যার মধ্যে ১৭ জন জাহাজটি মূলত পরিচালনার দায়িত্বে থাকবেন।
সপ্তাহে তিন দিন ‘বে ওয়ান ক্রুজ’ পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে বলে লিখিত বক্তব্যে বলা হয়েছে।
এম এ রশিদ জানিয়েছেন, সর্বনিম্ম দুই হাজার টাকা থেকে প্রত্যেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ভাড়ায় এই প্রমোদতরীতে ভ্রমণ করতে পারবেন। তবে সবচেয়ে বেশি রুম আছে তিন থেকে চার হাজার টাকার মধ্যে। নাস্তা-খাবারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। জাহাজে রাতযাপন, সমুদ্র বিনোদনের সুযোগ আছে।
তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালানো যাবে— এটা কেউ কোনোদিন কল্পনাও করেনি। আমরা খুব ভালো একটি জাহাজ জাপান থেকে এনেছি। এটা দুই হাজার যাত্রী নিয়ে সৌদিআরব পর্যন্ত যেতে সক্ষম। ঝড়-তুফানেও জাহাজে কোনো সমস্যা হবে না। এর দুইপাশে দু’টি পাখা আছে। সাগরে তিন-চার পর্যন্ত বা এর বেশি সিগন্যাল থাকলেও এর কোনো সমস্যা হবে না। ১০ নম্বরের মতো সিগন্যাল হলে হয়তো কাত হবে, দুলবে।’
এম এ রশিদ জানান, জাহাজটি মূল সেন্টমার্টিন দ্বীপে নোঙর করা সম্ভব হচ্ছে না। প্রায় পাঁচ কিলোমিটার দূরে নোঙরের পর সেখানে অপেক্ষমাণ ছোট জাহাজে তুলে যাত্রীদের সেন্টমার্টিন নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘জাহাজটির প্রতিদিনের খরচ ১৮ থেকে ২০ লাখ টাকা। প্রত্যাশা অনুযায়ী যাত্রী পেলে আমরা এটা কন্টিনিউ রাখতে পারব।’
পর্যটন মৌসুম শেষে জাহাজটি অলস বসে থাকবে কি না— এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব কলকাতা-আন্দামান রুটে চালানোর জন্য। এজন্য সরকারের কাছে অনুমতি চাইব। হজের যাত্রী পরিবহনের যদি অনুমতি সরকার দেয়, তাহলে আমরা এর সঙ্গে আরও ৩-৪টা জাহাজ নিয়ে আসব।’
তবে জাপান থেকে আনা জাহাজটি ২৮ বছরের পুরনো। বিদ্যমান আইন অনুযায়ী ২৫ বছরের পুরনো জাহাজ সাগরে ভাসানোর ওপর নিষেধ আছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এম এ রশিদ বলেন, ‘এই আইন শুধু আমাদের দেশে আছে। বিদেশে পেসেঞ্জার জাহাজ ৫৫-৬০ বছরের পুরনো হলেও চলে। কার্গো (পণ্যবাহী) জাহাজ ২৫ বছরের পুরনো হলে নষ্ট হয়ে যায়। কিন্তু প্যাসেঞ্জার জাহাজে সমস্যা হয় না। আমাদের দেশে কার্গো ও প্যাসেঞ্জার— দুইটাকে এক করে আইন তৈরি করেছে। আমরা এই আইন পরিবর্তনের জন্য আবেদন করেছি।
তিনি বলেন, ‘আমরা কণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। দুর্ঘটনাকবলিত বাংলার সৌরভ জাহাজ মেরামত করে দেওয়ার জন্য আমরা ২৮ কোটি ৭৫ লাখ টাকার ঝুঁকি নিয়েছিলাম। সেটা মেরামত করে সরকারকে ফেরত দিয়েছি। অথচ কেউ বলেনি, সেটা আবার সাগরে ভাসবে। চট্টগ্রাম বন্দরকে পাঁচটি টাগবোট নির্মাণ করে দিয়েছি। এ পর্যন্ত আমরা ১২০০ জাহাজ নির্মাণ করেছি। প্রায় ৮০০ জাহাজ মেরামত করেছি। বে ওয়ান ক্রুজও আমাদের একটা চ্যালেঞ্জ।’
কক্সবাজার যাবার জন্য দেশের বিভিন্নস্থান থেকে বিমানে আসা যাত্রীরা চট্টগ্রাম নগরীতে প্রবেশ না করে সরাসরি জাহাজের মাধ্যমে সেন্টমার্টিন এবং একইভাবে চট্টগ্রামে এসে আবারও বিমানে ফিরে যেতে পারবেন বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে কর্ণফুলী শিপ বিল্ডার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- দঃ রুমালিয়ার ছড়ার রফিকের আলাদিনের চেরাগ পাওয়ার নেপথ্যে কাহিনী !
- লাখো পর্যটকে মুখর কক্সবাজার সৈকত
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
ঢাকার আকাশে উড়বে ৮০০ ড্রোন - দেরিতে সবজি উৎপাদনের সুফল ভোক্তার পকেটে
- গ্রামেও মিলবে নিরাপদ পানিঃ নয় হাজার কোটি টাকার প্রকল্প
- দেশের এক শতাংশ নাগরিক টিকার আওতায়
- বিশ্বে প্রবাসী আয় বৃদ্ধির শীর্ষ তিনে বাংলাদেশ
- আল-জাজিরাঃ মিথ্যাচারের মধুচন্দ্রিমা
- যান চলাচলের জন্য দ্রুত উপযোগী হচ্ছে পদ্মা সেতু
- ঢাকা উত্তর সিটির সঙ্গে যুক্ত ১৮ ওয়ার্ড হবে আধুনিক নগর
- দেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদির
- দেশি মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংক
- সুরক্ষা অ্যাপের কারণে ভ্যাকসিন কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেলো
- দক্ষিণ এশিয়ায় গুরুত্ব বাড়ছে বাংলাদেশের : মার্কিন রাষ্ট্রদূত
- ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী-
লাভের জন্য মানুষের ক্ষতি করবেন না - গর্জনিয়াতে হাফেজ শিশুদের শীতবস্ত্র দিলেন রামু’র ইউএনও
- টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের ঢল !
- ছাত্রলীগের সাবেক নেতাদের মূল্যায়ন করা হবে- এড. সিরাজুল মোস্তফা
- ফাগুনে মেরিন ড্রাইভ সেজেছে, পলাশ-শিমুলের অপরূপ সাজে
- কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ১৩ মার্চ
- ভোজ্যতেলের দাম নির্ধারণ করল সরকার
- প্রাথমিকে ২৬ হাজার স্কুল জাতীয়করণের সুপারিশ
- খাদ্যের জন্য হাত পেতে চলতে চাই না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা চাই
- যারা রেজিস্ট্রেশন করেছেন, সবাই ভ্যাকসিন পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- ভাষা শহীদদের সম্মানে ইংরেজির পরিবর্তে বাংলায় রায়
- প্রায় ১৬ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন
- আলজাজিরা ডকুমেন্টারি: কথিত ‘ব্যবসায়ী’ ফ্রিডম মোস্তফা কতটা নিরপরাধ
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝুঁকি কমাতে হচ্ছে বাইপাস ফ্লাইওভার
- উখিয়ায় অবৈধ গাড়ি ও পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইউএনও
- উখিয়ায় আইনশৃংখলা কমিটির সভা: হেলমেট বিহীন মোটরযান চলাচল বন্ধ
- রামুতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- মগনামায় উদ্বোধন হয়েছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
- উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শুরু
- পোষা কুকুর নিয়ে ভাসানচরে রোহিঙ্গা শিশু
- রাখাইন তাঁতশিল্পের উন্নয়নে কক্সবাজারে প্রশিক্ষণ কেন্দ্র করা হবে
- যারা রেজিস্ট্রেশন করেছেন, সবাই ভ্যাকসিন পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- দ্রুতগতিতে বাড়ছে টিকাগ্রহণ: ৭ দিনে টিকা নিয়েছেন ৯ লাখ মানুষ
- ‘অপুষ্টির মূল কারণ, খাদ্যে পুষ্টিজ্ঞান সম্পর্কে অজ্ঞতা’
- উখিয়ায় গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে মৌ মৌ ঘ্রাণ
- ১৯ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা প্রাক্তন ছাত্রলীগ পরিষদ’র মিলনমেলা
- যথার্থ যাচাই না হওয়ায় খরচ বৃদ্ধি: পায়রার ফাইল তলব প্রধানমন্ত্রীর
- পালাকাটা মাদ্রাসা ভবন নির্মাণকাজ উদ্বোধন করেন এমপি জাফর
- এমপি আশেকের সাথে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট নেতৃবৃন্দের সাক্ষাৎ
- রাশিফল: জেনে নিন কেমন যাবে আজকের দিন
- জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল ঘোষণা
- বিএনপির আমলের একতরফা ভোট: ১৫ ফেব্রুয়ারি নিয়ে চুপ বিএনপি
- দেশি মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংক
- মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান
- প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সুদিন ফিরেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষ
- শেখ হাসিনার নেতৃত্বেঃ অর্থনৈতিক ও নৈতিক উন্নয়নের অগ্রযাত্রা

- প্রদীপের পথেই হাটছে টেকনাফের নতুন ওসি আবুল ফয়সাল
- টেকনাফে পুরোনো স্টাফ না রাখার সিদ্ধান্ত নিলেন নতুন ওসি ফয়সল
- ওসি প্রদীপের ‘জলসা ঘরে’ ভয়ংকর সব আলামত !
- যেই ব্যবসায় ভাগ্য খুলেছে কক্সবাজার জেলা যুবদল সাধারণ সম্পাদকের
- কক্সবাজারের এসপিকেও গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ নেত্রীর
- সাহসিকতায় টেকনাফের ওসি প্রদীপ বিপিএম পদক পেলেন
- আমরা চাই না, বাইরের কেউ আর কক্সবাজারে ঢুকুক: প্রধানমন্ত্রী
- পরকিয়ায় তৃতীয় সংসার ছাড়লেন শাহাজাহান চৌধুরী কন্যা শম্পা
- মেজর সিনহা হত্যার অন্তরালের মূল নায়ক এসপি মাসুদ !
- দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজ
- বিএনপি সভাপতির সঙ্গে স্বপ্নার শারীরিক সম্পর্কে বিব্রত নেতাকর্মীরা
- নাশকতার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
- কক্সবাজারের এসপিও শিবিরের ক্যাডার !
- টেকনাফে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান
- কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের হামলা