জেএসসি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান
কক্সবাজার বার্তা
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

প্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশাকরি তোমরা উপকৃত হবে। আজকে বিজ্ঞান ৪র্থ অধ্যায় (উদ্ভিদে বংশ বৃদ্ধি) থেকে ২৫টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেয়া হলো :
১। ফ্লোরিজেন হরমোনের কাজ কি ?
উত্তর : উদ্ভিদের ফুল উৎপাদনে সাহায্যে করে।
২। উদ্ভিদে ফুল উৎপন্ন করে কোন হরমোন ?
উত্তর : ফ্লোরিজেন হরমোন।
৩। অক্সিন কি ?
উত্তর : অক্সিন হলো এক প্রকার বৃদ্ধি সহায়ক হরমোন যা প্রকৃতপক্ষে ব্রুণমুকুলাবরণীর অগ্রভাগে থাকে।
৪। হরমোন কাকে বলে ?
উত্তর :যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে।
৫। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি ?
উত্তর : মস্তিষ্ক।
৬। ডেনড্রন কি ?
উত্তর : নিউরনের কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখা - প্রশাখাগুলোকে ডেনড্রন বলে ।
৭। প্রতিবর্ত ক্রিয়া কি ?
উত্তর : তাৎক্ষনিক আত্মরক্ষার জন্য কোন অঙের তড়িৎ ক্রিয়ার নাম প্রতিবর্ত ক্রিয়া ।
৮। শ্বসন ক্রিয়ার দেহকোষে বর্জ্য হিসেবে কি উৎপন্ন হয় ?
উত্তর : শ্বসন ক্রিয়ার দেহকোষে বর্জ্য হিসেবে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
৯। ঘাম কি ?
উত্তর : মানবদেহে রিপাকে ফলে সৃষ্ট অতিরিক্ত পানি, লবণ, ইউরিয়া, ও সামান্য কার্বন ডাই-অক্সাইড ত্বকের লোমকূপ দিয়ে একটি তরল আকারে বের হয়, একে ঘাম বলে।
১০। মানবদেহের বৃক্কের অবস্থান কোথায় ?
উত্তর : মানবদেহে তলপেটের কিছুটা উপরে উদর গহ্বর পেছন দিকে মেরুদণ্ডের প্রতি পাশে একটি করে মোট দুটি অবস্থিত।
১১। মূত্রের উপাদানগুলো কি কি ?
উত্তর :মূত্র মূলত পানি, ইউরিক এসিড, অ্যামোনিয়া ইত্যাদি পদার্থের সহযোগে গঠিত।
১২। ব্রুনমুকুলাবরনির অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি কি ?
উত্তর : অক্সিন।
১৩। জীবের সুপ্তাবস্থা কাটাতে কার্যকর হরমোন কোনটি ?
উত্তর : জিব্বেরেলিন।
১৪। কোন কোন হরমোন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে ?
উত্তর : অ্যাবসিসিক এসিড ও ইথিলিন হরমোন।
১৫। অক্সিন এর প্রধান কাজ কি?
উত্তর : অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পরা রোধ করে।
১৬। উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবকারি কয়েকটি প্রভাবের নাম লেখ ?
উত্তর : আলো, পানি, অভিকর্ষ, ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে।
১৭। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারি একক কোনটি ?
উত্তর : নিউরিন ও স্নায়ুকোষ ।
১৮। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন ?
উত্তর : ইথিলিন।
১৯। উদ্ভিদে ফুল ফোটা কিসের উপর নির্ভরশীল ?
উত্তর : দিবালোকের দৈঘ্যের উপর।
২০। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তর : নিউরিন।
২১। চুনের পানিকে ঘোলা করে কোনটি ?
উত্তর : কার্বন ডাই-অক্সাইড।
২২। একটি নিউরিনের কয়টি অক্সিন থাকে ?
উত্তর: একটি ।
২৩। ঘামে কি থাকে?
উত্তর : পানির সাথে লবণ, সামান্য কার্বন ডাই-অক্সাইড।
২৪। দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে কি বলে ?
উত্তর : রেচন।
২৫। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কতভাগ কার্বন ডাই অক্সাইড থাকে ?
উত্তর : ৪ ভাগ ।